পাকিস্তানি অভিনেত্রী ও টিভি উপস্থাপক আয়েশা ওমরের রিয়্যালিটি শো ‘লাজাওয়াল ইশক’-এর প্রথম পর্ব প্রকাশের পর অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি কিছু ব্যবহারকারী শো'টি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। সমালোচনার প্রেক্ষিতে আয়েশা ওমর জানান, তার মায়ের মতামত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তার মা প্রথম পর্বটি ‘খুবই আকর্ষণীয় এবং ভিন্নধর্মী’ হিসেবে দেখেছেন। তিনি বলেন, তার মা আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন কিভাবে নতুন প্রজন্ম স্বাস্থ্যকর ও সমতাপূর্ণভাবে তাদের অনুভূতি, পছন্দ এবং মত প্রকাশ করছে। ‘আমার মায়ের কি প্রথম পর্বটি পছন্দ হয়েছে? বিলকুল! তার মতামত ও প্রতিক্রিয়া আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ আয়েশা লিখেছেন। তিনি আরও উল্লেখ করেন, তার মা তার আইকনিক সিটকম ‘বুলবুলে’ পছন্দ করতে কয়েক বছর সময় নিয়েছিলেন। আয়েশা ভক্তদের প্রথম পর্বটি ইউটিউবে দেখার এবং মতামত জানাতে আহ্বান করেছেন। এছাড়া,...