বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সোমবার (৬ অক্টোবর)। এর মধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক ও ষড়যন্ত্র। অন্যদিকে ক্রিকেটার তামিম ইকবালসহ ১৬ হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। শুক্রবার মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের স্বত্বাধিকারী নির্বাচনে পরিচালক পদপ্রার্থী লুৎফর রহমান বাদল বলেছিলেন, ‘নির্বাচনে তামিম ইকবাল থাকলে ভালো হত। দুপক্ষ নিয়ে নির্বাচন হওয়াটাই ছিল কাম্য। এ বক্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। গত বুধবার (১ অক্টোবর) বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ১৬ হেভিওয়েট প্রার্থী। সেদিন দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তামিম ইকবাল ছাড়াও তিন ক্যাটাগরি থেকে ১৫ জন। আরও পড়ুনআরও পড়ুনযার দায়িত্বশীল ব্যাটিংয়ে মুগ্ধ...