টানা দুই ম্যাচ জিতলেও ব্যাটিংয়ে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টিঅধিনায়ক জাকের আলী অনিকের। তবে দুঃসময়ে তিনি পাশে পেলেন দলের প্রধান কোচ ফিল সিমন্সের।সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনার মুখে থাকা জাকেরকে পূর্ণ সমর্থন জানিয়ে সিমন্স বলেছেন, ‘তার ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই। ’ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সেই ম্যাচে ৪ নম্বরে ব্যাট করে ৩২ রান করেন জাকের। তবে এর আগে টানা পাঁচ ইনিংসে দুই অঙ্কে পৌঁছাতে পারেননি তিনি, যা তাকে সমালোচনার মুখে ফেলে দেয়, বিশেষত সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যর্থতার পর। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আপনি যদি বিশ্ব ক্রিকেটে তাকান, আন্তর্জাতিক ব্যাটাররা মাঝেমধ্যে ব্যর্থ হয়—এটাই স্বাভাবিক। আমি জাকেরের ব্যাটিংয়ে কোনো সমস্যা দেখি না। তার কয়েকটা খারাপ...