খেলার মাঠে জয়ই শেষ কথা। কীভাবে জিতলেন তা কেউ দেখে না। গতকাল রাতে এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এশিয়া কাপে ব্যর্থতার পর এই জয় অবশ্যই স্বস্তির ও আনন্দের। তবে দুটি ম্যাচের স্কোরবোর্ডে তাকালে ব্যাটিংয়ে দু–একটি অস্বস্তির জায়গাও ফুটে ওঠে—যেগুলো ঠিক করতে পারলে বাংলাদেশের ব্যাটিংয়ের মানটা আরও ভালো হওয়া সম্ভব। শারজায় আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৫১ রান তাড়া করতে নেমে জিতেছে ৪ উইকেটে, ৮ বল হাতে রেখে। গতকাল রাতে দ্বিতীয় ম্যাচে ১৪৭ রান তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ২ উইকেটে জেতে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই এই সিরিজ জয়, নুরুল হাসানের দুই ম্যাচেই খেলাটা শেষ করে আসা, ছক্কা মারার সামর্থ্য বেড়ে যাওয়া—এসবই বাংলাদেশের জন্য...