টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে দুইবার ঠিক ১০০ রানে আউট হয়ে এক অনন্য রেকর্ড গড়লেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। শুক্রবার আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল।১৯৭ বল মোকাবিলা করে ১২টি চারে সাজানো এই ইনিংস শেষ হয় ঠিক ১০০ রানে। মাইলফলক ছোঁয়ার পরই আউট হয়ে যান তিনি। এর আগে চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে একইভাবে ১০০ রান করে আউট হয়েছিলেন রাহুল। ১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ হওয়ার পর থেকে এতদিনে আর কেউ এক বছরে দুইবার ঠিক ১০০ রানে আউট হননি। ফলে রাহুল টেস্ট ইতিহাসে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার। সামগ্রিকভাবে এটি রাহুলের ক্যারিয়ারে দ্বিতীয়বার, যখন তিনি ১০০ রানে আউট হলেন। এমন কীর্তির অধিকারী হিসেবে তিনি টেস্ট ইতিহাসে সপ্তম ব্যাটার। আহমেদাবাদে ওয়েস্ট...