০৪ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম সম্প্রতি দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনিরের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বির্তক। তিনি পূজার সঙ্গে রোজার তুলনা করায় সমালোচনার ঝড় ওঠে। শিশির মুনির এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন যা অনেকেই গ্রহণ করেননি আবার অনেকেই তা মেনে নিয়েছেন। এই বিতর্কের পর শিশির মনির একটি গণমাধ্যমকে বলেন, তার বক্তব্যে কোনো ধর্মীয় মেলানো বা সমতুল্যতা বোঝানো হয়নি। তিনি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন, বাংলাদেশে হিন্দু মুসলমার মিলেই বাংলাদেশ। বাংলাদেশ হলো বৃত্ত তার কুসুম হলো হিন্দু এবং মুসলমান এটাই বুঝানো হয়েছে তার উল্লেখিত বক্তব্যটি ধারা। অর্থাৎ বাংলাদেশ যদি একটি মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন তারা রোজা...