আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনের বড় চমক হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো বিসিবির পরিচালক হতে যাচ্ছেন তিনি। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে বিসিবির কাউন্সিলর হয়েছেন আসিফ আকবর। ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তবে চট্টগ্রাম বিভাগ থেকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে আসিফের পরিচালক হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে পরিচালক হতে যাওয়া আসিফ কি কখনও খেলার সাথে যুক্ত ছিলেন। আর এসব প্রশ্নের জবাব দিতেই বন্ধু ও ক্রিকেটার সোহেলের লেখা একটি পুরনো পোস্ট শেয়ার করেছেন আসিফ। আসিফ আকবর মিঠু, যিনি আসিফ আকবর নামেই বেশি পরিচিত। ১৯৮৮ সালে কুমিল্লা স্টেডিয়াম ইয়ং সোসাইটি ক্রিকেট দলের পক্ষে ঐ সময়ে কুমিল্লার সবচেয়ে...