বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। তাই আগামীতে কিছু প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দল গুছিয়ে নিতে চলতি ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আসন্ন এ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। দলের একাদশ ও ফরমেশন নিয়ে পরীক্ষা–নিরীক্ষাও এসব ম্যাচেই করবেন কোচরা।অক্টোবরে দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচ দুটি সামনে রেখে চমক উপহার দিয়ে আর্জেন্টিনার ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।স্কালোনির ঘোষণা স্কোয়াড়ে চমক সম্ভবত গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। রেসিংয়ের ২৮ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।ক্যামবেসেসের মতো প্রথমবার দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো। সেন্ট্রাল কর্দোবায় ধারে খেলার পর সম্প্রতি তাঁকে ফিরিয়ে এনেছে রিভার প্লেট।...