এবার সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা—আর সেটিও সম্পূর্ণ অনলাইনে। নিয়ম মেনে আবেদন করলে অনুমোদনের পর সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবেই জমা হচ্ছে ঋণের টাকা। প্রায় এক মাস আগে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এই সেবা চালু করেছে। প্রথম দিন থেকেই ঋণ আবেদন জমা পড়তে শুরু করেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, রবিবার পর্যন্ত ৯২টি আবেদন জমা হয়েছে, এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১১টি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণের জন্য নিয়মিত চাঁদা প্রদান বাধ্যতামূলক। গ্রাহকের হিসাবে ন্যূনতম এক লাখ টাকা জমা থাকতে হবে। জমা টাকার ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে। দুই বছরের মধ্যে ২৪ কিস্তিতে পুরো অর্থ পরিশোধ করতে হবে। শেষ কিস্তির সঙ্গে ২ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হলেও সেটি কর্তৃপক্ষের কাছে যায় না, বরং গ্রাহকের হিসাবেই যোগ হয়।...