বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তিতে বাধা সৃষ্টি করছে, তারা আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখছে। তারা জুলাই বিপ্লব বিশ্বাস করে না, মানে না। শুক্রবার রাতে রমনা থানার সিদ্ধেশ্বরী ওয়ার্ডের স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হেলাল উদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে আওয়ামী লীগই নয় শুধু এরাও ক্ষমতায় বসতে পারলে জুলাই যোদ্ধাদের ওপর অবিচার শুরু করবে। জুলাই যোদ্ধাদের সুরক্ষা, অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত পূর্ণ বৈধতা এবং জুলাই চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই। ড. হেলাল উদ্দিন বলেন, যারা আওয়ামী লীগের সংবিধান রক্ষায় উঠেপড়ে লেগেছে তারা আওয়ামী লীগের মতোই ফ্যাসিবাদ কায়েম...