শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে বিটিভির প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র নতুন মৌসুমের কাজ চলছে জোরেশোরে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আঞ্চলিক পর্যায়ের অডিশন। ৪ অক্টোবর শনিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় অডিশন। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগীরাই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। আজ থেকে ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে অডিশন। অডিশনের তারিখ প্রতিযোগীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অডিশনে অবশ্যই ‘ইয়েস কার্ড’ এবং জন্মনিবন্ধনের কপি সঙ্গে আনতে হবে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বিটিভির ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপে চূড়ান্ত বাছাই, গ্রুমিং ও ফাইনাল রাউন্ডে অংশ নেবে। সেখান থেকে বেছে নেওয়া হবে মূল বিজয়ীদের। ঢাকা বিভাগের অডিশন হবে বিটিভির রামপুরা কেন্দ্রে; বাকি ৭ বিভাগের...