বাংলাদেশে জমি শুধু সম্পদ নয়, অনেক সময় পরিবার ও ভবিষ্যতের নিরাপত্তার প্রতীকও। কিন্তু অনেকেই জানেন না, তাঁদের নামে জমি আছে কি না, কিংবা থাকলেও এর সঠিক মালিকানা তথ্য কোথায় পাওয়া যাবে। আগে এ বিষয়ে জানতে দালাল বা ভূমি অফিসে বারবার যেতে হতো। এখন সেই ঝামেলা কমেছে—কারণ জমির খতিয়ান ও মালিকানা তথ্য অনলাইনে পাওয়া যায়। খতিয়ান হলো সরকারি নথি, যেখানে জমির মালিকানা ও সীমানার বিস্তারিত তথ্য উল্লেখ থাকে। একে অনেক জায়গায় ‘পর্চা’ নামেও ডাকা হয়। সরকারি জরিপ শেষে যে নথি প্রকাশিত হয়, সেটিই মূলত খতিয়ান। একটি স্মার্টফোন/কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে:http://www.dlrs.gov.bd সেখান থেকেখতিয়ান তথ্য অনুসন্ধান (Khatian Search)অপশনে যেতে হবে। নির্ধারিত ফরমে মৌজা, দাগ নম্বর, খতিয়ান নম্বর ইত্যাদি তথ্য দিয়ে অনুসন্ধান করলে...