মৌসুমি বৃষ্টির অজুহাতে দেশের নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে কাঁচামরিচের দাম এক লাফে বেড়ে কেজিতে ৪০০ টাকা পৌঁছেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে অন্যান্য সবজিরও দাম বৃদ্ধি পেয়েছে। একাধিক সবজি এখন কেজি প্রতি ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু সবজির দাম ১০০ টাকারও উপরে। মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও ক্রেতারা তা উচ্চমূল্যে কিনতে বাধ্য হচ্ছেন। মুরগির কেজি দামেরও বৃদ্ধি ঘটেছে, ১০–৪০ টাকা পর্যন্ত। রাজধানীর কাওরান বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০–৩২০ টাকা কেজি, নয়াবাজারে ৩৫০–৩৬০ টাকা, আর মালিবাগ কাঁচাবাজারে সর্বোচ্চ ৪০০ টাকা। মালিবাগ কাঁচাবাজারে মরিচ কেনার জন্য আসা মো. সোলাইমান বলেন, “গত সপ্তাহে কেজি ২০০ টাকায় পাওয়া যেত, এখন বিক্রেতারা ৪০০ টাকা চাইছে। কিন্তু বাজারে কোনো সরবরাহ সংকট নেই, শুধু দাম বাড়ানো হয়েছে।” একই বাজারের বিক্রেতা মো. শাহ আলম বলেন,...