অভিনেতা গোহর রশীদ তার স্ত্রী কুবরা খানের সঙ্গে প্রেমের গল্প প্রকাশ করেছেন। তিনি জানান, এই সম্পর্কের প্রথম প্রেম তার থেকেই শুরু হয়েছিল এবং প্রথমবার কুবরা তাকে প্রত্যাখ্যান করেছিলেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে গোহর রশীদ খোলাখুলি বলেছেন, কুবরা খানের সঙ্গে বিয়ে করার পর তার জীবন অনেক পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ‘বিয়ে করার পর আমার ব্যক্তিত্ব ২০০ শতাংশ উন্নত হয়েছে।’ এই পরিবর্তনের জন্য তিনি কুবরাকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং নিশ্চিত বলেছেন যে, কুবরার জীবনও এর ফলে আরও সুন্দর হয়েছে।আরও পড়ুনআরও পড়ুনরিয়েলিটি শো ঘিরে বিতর্ক, তবুও খুশি পাকিস্তানি অভিনেত্রী অভিনেতা বলেন, বাবা-মা তাদের সন্তানদের — বিশেষ করে ছেলেদের — বিবাহ ও তার দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করা উচিত। তিনি বলেন, ‘যেমন বাবা-মা সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে গাইড করেন, তেমনি বিবাহিত জীবনের জন্যও প্রস্তুতি দিতে হবে।...