বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) টানা ১২তম বারের মতো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের আয়োজন করেছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পৃষ্ঠপোষকতায় এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় গতকাল শুক্রবার সকাল থেকে প্রথমবারের মতো ভার্চুয়ালি শুরু হওয়া এই হ্যাকাথন চলবে একটানা ৩৬ ঘণ্টা। আজ শনিবার সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হবে। নাসার উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৮৫টি দেশের তরুণ প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, শিক্ষাবিদ ও উদ্যোক্তারা একত্রিত হয়ে বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। বাংলাদেশে এবার ৯টি শহরে— ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লায়— প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি শহরে একজন করে লোকাল লিড প্রতিযোগীদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন। এবারের হ্যাকাথনে তিন হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন এবং ৪০০টির বেশি উদ্ভাবনী...