গত বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ তিন ক্যাটাগরি থেকে ১৫ জন প্রার্থী। এবার সেই তালিকায় যোগ দিলেন আরেক হেভিওয়েট প্রার্থী লুৎফর রহমান বাদল। শনিবার (১০ অক্টোবর) একটি চিঠির মাধ্যমে এই কথা জানিয়েছেন তিনি। অথচ, গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন মনোনয়ন প্রত্যাহার করবেন না। কিন্তু রাতের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করায় রহস্য তৈরি হয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান। আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারো দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাব, কেন এবং কি কারনে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। বাদল আরও লিখেছেন, কাঁদা ছোঁড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন তাদের...