গ্লোবাল পপ সেনসেশন টেইলর সুইফট বলেছেন, তার বাগদত্তা এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে দেখা হওয়ার পরেই তার বিয়েকে ‘বাস্তব’ মনে হওয়া শুরু হয়েছে। হার্ট রেডিও-এর এমা বাটনের এক অনুষ্ঠানে ১৪ বার গ্র্যামি জয়ী এই শিল্পী তার বাগদান, বিয়ে নিয়ে ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানান। সুইফট স্বীকার করেছেন, তিনি এমন কোনো ব্যক্তি নন, যিনি ছোটবেলায় বিয়ে বা বিয়ের পোশাক নিয়ে স্বপ্ন দেখতেন। তিনি বলেছেন, ‘আপনি ভাববেন আমি সারাজীবন বিয়ের স্বপ্নে বিভোর থাকতাম, কিন্তু সত্যি বলতে আমি এ বিষয়ে কখনও ভাবিনি, যতক্ষণ না আমার সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়।’ আরও পড়ুনআরও পড়ুন২৬ বছরের ছোট আনাকে মহাকাশে বিয়ে করতে চান টম ক্রুজ! তিনি ব্যাখ্যা করেন, কেলসের সঙ্গে তার সম্পর্ক পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সুইফট বলেন, ‘আমি সত্যিই আগামী দিনের জন্য উচ্ছ্বসিত’। গত ২৬...