৩. পর্যটন ভিসায় ওমরাহ সম্পূর্ণ নিষিদ্ধএখন থেকে পর্যটন ভিসায় কেউ ওমরাহ পালন করতে পারবেন না। অপারেটররা সতর্ক করেছেন, কেউ চেষ্টা করলে তাকে থামিয়ে দেওয়া বা এমনকি মদিনার রিয়াজুল জান্নাহয় প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।ওমরাহ গাইড শিহাব বলেন, ‘পর্যটন ভিসায় গেলে ঝুঁকি আছে। যেকোনো সময় আটকানো হতে পারে, এমনকি মদিনায় রিয়াজুল জান্নায়ও প্রবেশের অনুমতি মিলবে না।’৪. আলাদা ওমরাহ ভিসা বাধ্যতামূলকসব হাজিকেই এখন নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে আলাদা ওমরাহ ভিসা নিতে হবে। এটি ই-ভিসা হিসেবে বা অনুমোদিত ট্রাভেল এজেন্টের প্যাকেজের মাধ্যমেও করা যাবে।‘সৌদি সিস্টেম এখন একেবারেই স্পষ্ট, শুধু ওমরাহ ভিসাই বৈধ,’ বলেন কায়সার মাহমুদ।৫. সফরসূচি বদলানো যাবে নাভিসা আবেদন করার সময় সফরসূচি (ইটিনারারি) আপলোড করতে হবে, যা পরবর্তীতে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। অনুমোদিত সময়ের বেশি থাকলে জরিমানা গুনতে হবে।কায়সার মাহমুদের ভাষায়,...