এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়ের তৃপ্তি আছে। সঙ্গে আছে ব্যক্তিগত প্রাপ্তিও। এমন সাফল্যময় ম্যাচের পর বিশেষ একটি ঘোষণাও দিলেন শরিফুল ইসলাম। এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ম্যাচের ম্যান অব দা ম্যাচ পুরস্কারের অর্থ এলাকার অসহায় মানুষদের দেবেন বাংলাদেশের এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার ম্যাচ-সের হন শরিফুল। চার ওভার আঁটসাঁট বোলিংয়ে স্রেফ ১৩ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে রান তাড়ায় মহামূল্য এক ক্যামিও ইনিংস খেলেন তিনি। দুই উইকেটের রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচের পরদিন শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে বিশেষ ঘোষণাটি দেন শরিফুল। “১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন।” “আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার আমি ম্যান অব...