‘গীতা গোবিন্দম’ থেকে বাস্তব জীবন—তেলুগু ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত প্রেমকাহিনি অবশেষে আনুষ্ঠানিক রূপ পেল। রাশমিকা মন্দানা এবং বিজয় দেবরকোন্ডা বাগদান সম্পন্ন করেছেন। ৩ অক্টোবর হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একান্ত অনুষ্ঠানে তাদের এই বাগদান সম্পন্ন হয় বলে জানা গেছে। যদিও দুই তারকাই এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি, তবে খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। রাশমিকা-বিজয়ের গল্পের শুরু ২০১৭ সালে। সে সময় রাশমিকার প্রথম বাগদান ভেঙে যায় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে। একই সময় বিজয়ের সঙ্গে রাশমিকার পরিচয় হয় ‘গীতা গোবিন্দম’ ছবির সেটে—যা শুধু পেশাগত সাফল্যই নয়, ব্যক্তিগত সম্পর্কের সূচনাও ঘটায়। মজার তথ্য, সেই সিনেমাতেও গল্পের প্রয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হয় বিজয়-রাশমিকার! ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ মুক্তির পর দর্শকরা তাদের রসায়নে মুগ্ধ হন। এক বছর পর ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাদের আরেক দফা জুটি...