প্রস্তুত প্রণালী:১. রসুনের খোসা ছাড়িয়ে কোয়া আলাদা করুন।২. কড়াইতে সামান্য সয়াবিন তেল দিয়ে রসুনের কোয়া ভেজে নিন।৩. ভেজে নেওয়ার পর একটি পাত্রে রাখুন।৪. একই কড়াইয়ে আরও খানিক তেল দিয়ে পেঁয়াজ ও মরিচ ভেজে নিন।৫. নামিয়ে সব উপকরণ একত্রিত করে ভালোভাবে মিশান।৬. শেষে সরিষার...