আগামী ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেই সফরে ১১ ও ১৪ অক্টোবর (বাংলাদেশের সময় অনুযায়ী) যথাক্রমে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এ উপলক্ষে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন দলের নতুন স্কোয়াড; যেখানে রয়েছে কয়েকটি চমক, দুইজনের প্রত্যাবর্তন এবং দলে আছেন লিওনেল মেসিও। বিশ্বকাপে মেসি খেলবেন কি না, সেই প্রশ্নের উত্তরও হয়তো মিলবে এই সফরেই। স্কোয়াডের বেশিরভাগ নামই পরিচিত মুখ। তবে স্কালোনি আবারও চমক দিয়েছেন কিছু অপ্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে রেসিং ক্লাবের গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস। রিভার প্লেটের কাছে কোপা আর্জেন্টিনায় বাদ পড়লেও তিনি একাডেমিয়ার মূল গোলরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন দারুণভাবে, যা আগে ছিল প্রায় একচেটিয়াভাবে গাব্রিয়েল আরিয়াস-এর দখলে। আরেক চমক রিভার প্লেটের তরুণ ডিফেন্ডার লাউতারো রিভেরো। সেন্ট্রাল...