জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়-এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হলো বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ যখন সমাজের নেতৃত্বের আসনে বসবেন, তখন শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি করেন, একজন শিক্ষিত ব্যক্তি যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষও করতে পারবে...