পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইড লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার ইস্যুতে অনিয়মের অভিযোগ ওঠে সম্প্রতি। অভিযোগটির বিষয়ে তদন্ত করে সেটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে, বিষয়টি দুদকের কাছে পৌঁছানোর আগে অভিযুক্ত চার বিনিয়োগকারী বিএসইসিকে চিঠি দিয়ে বলেছেন তারা নিজেদের ব্যাখ্যা তুলে ধরতে চান। জানা গেছে, একমি পেস্টিসাইডের প্লেসমেন্ট শেয়ার ইস্যুর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এনে কোম্পানির পরিচালনা পর্ষদের ছয়জনসহ মোট ১৫ ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন দুদকে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি। অভিযোগ হলো- কোনো প্রকার টাকা জমা না দিয়েই এসব ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নামে প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা হয়েছে। বিষয়টি দুদকে না পাঠাতে এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ চেয়ে কমিশনে চিঠি দিয়েছেন অভিযুক্তদের মধ্যে চারজন।...