ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য, ভেসে বেড়াচ্ছিল অসংখ্য গুজব ও অভিযোগ। অবশেষে সেই জটিলতার অবসান ঘটাল ময়নাতদন্তের রিপোর্ট, যা এক ঝটকায় উন্মোচন করল গায়কের মৃত্যুর পেছনের আসল সত্য।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গর্গের হাতে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি।সিঙ্গাপুর পুলিশ (এসপিএফ) প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার ওপর ভিত্তি করে তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি, সিঙ্গাপুর পুলিশ জুবিনের স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলে।ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদ্যাপনে যোগ দিতে গিয়েছিলেন গায়ক।সিঙ্গাপুরের প্রশাসন আরও জানিয়েছে, জুবিনের মৃত্যু নিয়ে...