দলের হয়ে ট্রফি জেতাই একজন ফুটবলারের সর্বোচ্চ সাফল্য ও সবচেয়ে বড় তৃপ্তি। তবে কাজটা মোটেও সহজ নয়। ফুটবল ইতিহাসে এমন অনেক কিংবদন্তি আছেন, যাঁরা মাঠে দুর্দান্ত ছিলেন; কিন্তু খুব বেশি শিরোপা জিততে পারেননি। আবার এমন কজন ফুটবলার আছেন, যাঁরা বড় মঞ্চে বারবার সফল হয়েছেন। শিরোপার স্বাদ পাওয়া যেন অভ্যাস বানিয়ে ফেলেছিলেন তাঁরা। তাঁদের ট্রফির তালিকা যত লম্বা, বিশ্ব ফুটবলে প্রভাবও তত গভীর। কে কতবার শিরোপার মঞ্চে উঠেছেন, ট্রফি উঁচিয়ে উল্লাস করছেন, তা জানতে নজর দেওয়া যাক সংখ্যার দিকে। চলুন দেখে নেওয়া যাক ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন কোন ১০ ফুটবলার। শীর্ষ স্তরের ফুটবল ক্যারিয়ার এক ক্লাবেই কাটিয়ে দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি জিতেছেন ৩৫ ট্রফি। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন রেকর্ড ১৩ বার। স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের সবচেয়ে...