বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এবার নিজের পরিচয়ের জানান দিলেন পরিচালক হিসেবে। তার প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে যেভাবে দর্শকদের মন জয় করেছেন, তা অভাবনীয়। নেটফ্লিক্সে মুক্তির মাত্র দুই সপ্তাহে সিরিজটি ১৪টি দেশে ট্রেন্ড করছে, যার মধ্যে ৯টি দেশে এখনো শীর্ষে। এমন বিস্ময়কর সাফল্যের পর অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন আরিয়ান। জানালেন তার যাত্রা, অনুভূতি আর পরবর্তী পরিকল্পনার গল্প।ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আরিয়ান বলেন, ‘কাজের সময়টা যখন খুব কঠিন হয়ে উঠত, তখন আমার কানে বাজতো চরিত্র জারাজের একটা সংলাপ, ‘হারনে মে আর হার মাননে মে বহুত ফারক হোতা হ্যায়।’ তখন মনে হতো এটা মোটিভেশন, পরে বুঝলাম সেটা ছিল শুধু ঘুম না হওয়ার ক্লান্তি। তবু এই ভিশনটাই আমাকে ধরে রেখেছিল।আরিয়ান আরও বলেন, ‘এখন, যখন দেখি...