বেশ দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষে অপেক্ষা এখন মূলপর্বের। হাতে এখনও ৯ মাস বাকি। আর্জেন্টিনার সামনে কেবল প্রীতি ম্যাচ। তেমনই দুটি প্রীতি ম্যাচে আগামী ১১ ও ১৪ অক্টোবর মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচ দুটিকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। দলে সবচেয়ে বড় চমক সম্ভবত গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। প্রথমবার দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো। ২৬ বছর বয়সী মিডফিল্ডার আনিবাল মোরেনোও এবারই প্রথম সুযোগ পেয়েছেন দলে। যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটিতে দলের শক্তিমত্তা ও তারুণ্যকে...