বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একের পর এক ম্যাচে গোলের পর গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তরুণ তারকা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিকসহ সাম্প্রতিক তিন ম্যাচে ছয় গোল ও দুটি অ্যাসিস্ট—সব মিলিয়ে এখন তিনি উড়ন্ত ফর্মে।এই উচ্ছ্বাসের মাঝেই ইংল্যান্ডের বিখ্যাত ক্রীড়া মাধ্যম ইএসপিএন ইউকেকে দেওয়া এক মজার ‘পিং-পং’ সাক্ষাৎকারে আলভারেজ জানালেন, ফুটবলের প্রতিটি বিভাগের সর্বকালের সেরা কে, তা নিয়ে তার মতামত।আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়ালসাক্ষাৎকারে বেশ কয়েকটি প্রশ্নেই উত্তর এসেছে এক নাম—লিওনেল মেসি। ইতিহাসের সেরা খেলোয়াড় এবং সর্বোত্তম ফিনিশার—দুই বিভাগেই বিনা দ্বিধায় মেসিকেই বেছে নিয়েছেন আলভারেজ। লা লিগার ইতিহাসেও সেরার আসন তার কাছে মেসিরই।তবে শুধুই মেসি নয়, সতীর্থদের প্রতিও আলভারেজের যথেষ্ট শ্রদ্ধা। সেরা গোলরক্ষক হিসেবে তিনি বেছে নিয়েছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে, আর সেরা ডিফেন্ডারের...