কেএএফডি স্টেশনে যুক্ত হয়েছে মার্কিন শিল্পী আলেকজান্ডার ক্যালডার-এর একটি বিখ্যাত ভাস্কর্য। এসটিসি স্টেশনটি নির্মিত হয়েছে সৌদির টুয়াইক পাহাড়ের চুনাপাথর থেকে অনুপ্রাণিত হয়ে। আর ওয়েস্টার্ন স্টেশনটি চালু হয়েছে রিয়াদের আল সুইদি এলাকায়।রিয়াদ মেট্রো শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, স্থাপত্য, প্রযুক্তি এবং পর্যটনের দিক থেকেও সৌদি আরবের আধুনিক রূপের প্রতীক হয়ে উঠেছে।মেট্রোতে রয়েছে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ও সৌর প্যানেল। ভাড়া অত্যন্ত সাশ্রয়ী—দুই ঘণ্টার জন্য মাত্র চার সৌদি রিয়াল (প্রায় এক ডলার)। পুরুষ, পরিবার ও প্রথম শ্রেণির জন্য আলাদা কারেজ রাখা হয়েছে।রিয়াদের বাসিন্দারা জানাচ্ছেন, মেট্রো শুধু যাতায়াত সহজ করছে না, বরং সামাজিক যোগাযোগও বাড়াচ্ছে। শহরের ভেতর বিভিন্ন স্তরের মানুষ একে অপরের সঙ্গে সহজে মিশতে পারছে।রিয়াদ সিটি কমিশনের সিইও ইব্রাহিম বিন মুহাম্মেদ আল সুলতান বলেন, ‘এই প্রজেক্ট শহরের চিত্র বদলে দিয়েছে। এটি...