আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গভীর রাতে এক ব্যক্তিগত বিবৃতির মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল গত বুধবার, তাই আনুষ্ঠানিকভাবে তার নাম নির্বাচনের প্রার্থিতায় থাকছে। তবে বাদল নিশ্চিত করেছেন, নির্বাচনে তিনি অংশ নেবেন না। দীর্ঘদিনের ক্রিকেট সংগঠক বাদল এখনো তার সরে দাঁড়ানোর কারণ প্রকাশ করেননি। তবে ভবিষ্যতে সময় সুযোগ হলে বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। নিজের বিবৃতিতে তিনি বলেন, ‘আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারো দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে সবাইকে জানাবো, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে...