তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দুই উইকেটে হেরেছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে দু-দলের পনেরো বারের মুখোমুখিতে এখনো পর্যন্ত বাংলাদেশ আটবার এবং আফগানিস্তান ৭ বার জিতেছে। সিরিজ হেরেও প্রাপ্তি দেখছেন আফগান অধিনায়ক রশিদ খান।রশিদ খান বলেন ম্যাচ হারলেও প্রথম টি-টোয়েন্টির চেয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে যথেষ্ট উন্নতির ছাপ ছিলো। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘আজকে ম্যাচ হারলেও সবচেয়ে ইতিবাচক দিক ছিল ছেলেদের ফিল্ডিংয়ের দারুণ উন্নতি। যেটা চেয়েছিলাম সেটা ই ফিল্ডিংয়ে করতে পেরেছি। তবে ব্যাটারদের ব্যর্থতায় রান তুলতে কিছুটা পিছিয়ে গেছি। ওপেনিং জুটিতে দারুণ শুরু করার পরেও সেটা অব্যাহত রাখতে না পারার আক্ষেপ রশিদ খানের কণ্ঠেও উঠে এসেছে। তিনি বলেন, ওপেনিং জুটিতে উইকেট না হারিয়ে একটা ভালো শুরু আমরা পেয়েছিলাম। তবে দারুণ শুরুর পর সেটা ক্যারি করতে পারিনি।...