প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদকে বিয়ে করেছিলেন গুলতেকিন খান। কিন্তু বিয়ের পর দাম্পত্য জীবনে সুখী হতে পারেননি। অতীত স্মৃতি মনে করে সে তিক্ত অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান। শুক্রবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হুমায়ূন আহমেদের সঙ্গে বিবাহিত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে আফসোস করেন গুলতেকিন। প্রথমেই তিনি জানান, তার এ পোস্ট কিশোরী, তরুণী এবং তাদের অভিভাবকদের জন্য। স্ট্যাটাসে বিবাহিত জীবনে যুক্তরাষ্ট্রে এক শীতার্ত রাতের ঘটনা উল্লেখ করেন গুলতেকিন। অল্প বয়সে আর কোনো মেয়ে তার মতো ভুল যেনো না করে, সে বার্তাও দেন এ লেখিকা। পাঠকের জন্য গুলতেকিন খানের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো- এই লেখাতে আমার সম্পর্কে একটিও খারাপ মন্তব্য দেখতে চাই না! এই সত্যি কথাগুলো আমি লিখেছি শুধুমাত্র কিশোরী, তরুণী এবং তাদের অভিভাবকদের জন্যে। এত ব্যক্তিগত ঘটনা...