হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হয়। কিছুদিন আগে টুইটারের উদ্ভাবক জ্যাক ডরসি নতুন অ্যাপ এনেছে বাজারে। এবার ভারত মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে নিজস্ব অ্যাপ তৈরি করেছে ভারত। জোহো কর্পোরেশন ভারতের জন্য বিশেষভাবে তৈরি একটি বিনামূল্যের মেসেজিং এবং কলিং অ্যাপ আরাটাই চালু করেছে। ভারতে হোয়াটসঅ্যাপ কিন্তু নিষিদ্ধ নয়, বেশ জনপ্রিয়। এই নতুন অ্যাপটিকে হোয়াটসঅ্যাপের একটি ভারতীয় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। অ্যাপটি ভয়েস এবং ভিডিও কল, মিডিয়া শেয়ারিং, গ্রুপ চ্যাট, চ্যানেল, আড্ডা এবং অনলাইন মিটিংয়ের মতো অনেক ফিচার অফার করে। আরাটাইর সবচেয়ে বড় শক্তি হলো দুর্বল নেটওয়ার্ক এবং নিম্নমানের স্মার্টফোনেও মসৃণ অপারেশন, যে কারণে এটি সব ধরনের ব্যবহারকারীর উপযোগী। গুগল প্লে এবং প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড...