ভারতের রাজগিরের বিহারে এশিয়া কাপ হকিতে ষষ্ঠ হয়েও সরাসরি বিশ্বকাপ বাছাই খেলতে পারছে না বাংলাদেশ। প্লে অফ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। তিন ম্যাচের সিরিজ হবে ঢাকায়। ১২, ১৩ ও ১৫ নভেম্বর। আর এজন্য বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যয় হবে প্রায় অর্ধ কোটি টাকা! সাধারণত কোনও টুর্নামেন্টের আয়োজকরাই সব ব্যয় বহন করে থাকে। সেখানে বাংলাদেশকে এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কর্মকর্তা ও ম্যাচ সংশ্লিষ্টদের পুরো ব্যয়ই বহন করতে হচ্ছে! শুধু পাকিস্তান নিজেদের খরচে আসবে ও থাকবে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘পাকিস্তান দলের সফর চূড়ান্ত হয়ে গেছে। প্রথম ম্যাচ ১২ নভেম্বর হবে। অন্য দুটি ১৩ ও ১৫ নভেম্বর। তিন ম্যাচ আয়োজনে অর্ধ কোটির বেশি ব্যয় হতে পারে। আমাদের এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তাদের সব ব্যয়...