ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিনে কপালে সিঁদুর তিলক কেটে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। এরপরই নেটিজেনদের একটি মহল তাঁকে নিয়ে সাম্প্রদায়িক বিদ্রুপ শুরু করেন। এবার অভিনেতার পাশে দাঁড়ালেন তারকারা। সেই পোস্টের ক্যাপশনে ইয়াশ লেখেন, ‘শুভ বিজয়া’। মূলত দুর্গাপূজার শুভেচ্ছা জানাতেই ছবিটি পোস্ট দেন তিনি। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যঘরে নেটিজেনদের একটি মহল অভিনেতাকে কটাক্ষ করেন। একজন লিখেছেন, ‘আপনার নাটক আজ থেকে আর দেখা হবে কিনা জানি না! কারণ, এতদিন ভেবেছিলাম আপনি মুসলিম। আর নাটকগুলো ভালো লাগতো’। আরেকজন লিখেছেন, ‘আপনার নাটক আর দেখব না!’ এমন নানা বিদ্রুপাত্মক মন্তব্যে ভরে উঠে অভিনেতার পোস্ট। ইয়াশ রোহান খুবই বিনীতভাবে নেটিজেনদের সেসব কটাক্ষের উত্তর দিয়েছেন। অন্যদিকে, সেইসব মন্তব্যকারীদের একহাত নিয়েছেন...