ঢাকা: আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে এবারের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা। সোমবার (প্রথম দিন) ঘোষিত হবে চিকিৎসা বা শারীরবিদ্যা শাখায় বিজয়ীর নাম। এক সপ্তাহ পর, অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম প্রকাশের মধ্য দিয়ে শেষ হবে এবারের পুরস্কার মৌসুম।নোবেল পুরস্কার প্রতিবছর চিকিৎসা বা শারীরবিদ্যা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। প্রতিটি বিভাগে বিজয়ীরা পান ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার) অর্থ পুরস্কার। তবে নোবেল কেবল আর্থিক সম্মান নয়—এর সঙ্গে জড়িয়ে আছে এমন এক বিশ্বব্যাপী মর্যাদা ও পরিচিতি, যা অধিকাংশ বিজ্ঞানী, গবেষক ও লেখকের কাছে স্বপ্নের মতো।নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডিশ রসায়নবিদ, উদ্ভাবক ও উদ্যোক্তা আলফ্রেড নোবেল। ডিনামাইট আবিষ্কার করে তিনি বিপুল সম্পদের মালিক হন। তবে জীবনের শেষ প্রান্তে...