এবারের দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে প্রধান অতিথি হিসেবে হাজির হন রুমিন ফারহানা। পূজা পরিদর্শনে গিয়ে এ নেত্রী বলেন, দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। তাহলে মব কালচার বন্ধ হবে। ইউনূস সরকারের প্রতি একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। রুমিন ফারহানা বলেন, ‘দেশে নতুন মব কালচার শুরু হয়েছে। বাংলাদেশে জীবনে এ রকম মব কালচার ছিল না। এগুলো তো হচ্ছে।’ দেশে একটি নির্বাচন দরকার উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমাদের একটা নির্বাচন দরকার ভাই। মানুষ যাকে ভোট দেবে। সেটা যাকেই দিক। আমি বলছি না আমার দলকেই ভোট দিতে হবে। না দিলে এক্কেবারে খবর হয়ে যাবে। না ভাই, আমি...