দেশে র্যাবিস বা জলাতঙ্কের টিকা উৎপাদনের একমাত্র ল্যাবরেটরিটি বন্ধ রয়েছে এক বছরের বেশি সময় ধরে। ফলে ঝুঁকিতে পড়েছে দেশের সাধারণ মানুষ। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, বানানোর প্রক্রিয়ায় সমস্যার কারণে বন্ধ রয়েছে টিকা উৎপাদন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিদেশি টিকা সরবরাহ প্রকল্প পরিবর্তনের কারণে এ টিকা পাওয়ার সুবিধাও কমে গেছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে, জলাতঙ্ক ১০০ ভাগ মরণঘাতী রোগ। এ রোগ ছড়িয়ে গেলে রোগী বাঁচানো যায় না। যার নেই কোনো চিকিৎসা। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, দেশের প্রায় ১৮ লাখ কুকুর আছে। যার মধ্যে বেশিরভাগই থাকে রাস্তায়। সে কারণে জলাতঙ্কের ঝুঁকি বেশি। সরকারি হিসেবে গত ১২ বছরে ৮২৭ জন মানুষ মারা যায় জলাতঙ্কে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবু সুফিয়ান বলেন, টিকার ফর্মুলেশন জটিলতায় বর্তমানে বন্ধ রয়েছে সরকারি ল্যাবরেটরিটি। উৎপাদন হচ্ছে না টিকা। তাই দেশের...