আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে যুক্ত অভিযোগে তার ব্যান্ডের আরো দুই সদস্য গ্রেপ্তার। এ পর্যন্ত জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে চারজনকে গ্রেপ্তার করল আসাম পুলিশ। শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভ মহন্তকে পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তার করে। শুক্রবার আদালত তাদের ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। আসামের ডিআইজি সিআইডি মুন্না প্রসাদ গুপ্তা জানিয়েছেন, তাদের জেরা করা হচ্ছে। এর বাইরে এখনই কিছু বলা সম্ভব নয়। ছয়দিন ধরে জেরার পর শেখরজ্যোতি ও অমৃতপ্রভকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনেই সিঙ্গাপুরে জুবিন গর্গের সঙ্গে নৌকায় ছিলেন। জুবিন যখন সাঁতার কাটছিলেন, তখন একজন তার কাছে ছিলেন। অন্যজন নৌকা থেকে ভিডিও করছিলেন। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের হাতে কিছু তথ্য আছে। সেজন্য শেখরজ্যোতি ও অমৃতপ্রভকে গ্রেপ্তার করা জরুরি ছিল। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিন গর্গের...