‘জুডকে নিয়ে আপনাদের এত আগ্রহের কারণ বুঝতে পারছি’, এক পর্যায়ে এমনটি বলতে বাধ্য হলেন টমাস টুখেল। জুড বেলিংহ্যামকে নিয়েই যে একের পর এক প্রশ্ন ছুটে যাচ্ছিল তার দিকে! ইংল্যান্ড কোচ নিজেও বললেন, এই মিডফিল্ডারকে পেলে দল আরও বেশি সমৃদ্ধ হয়। তার পরও এমন একজন ফুটবলারকে দলে না রাখার কারণ তুলে ধরলেন কোচ। ওয়েলসের বিপক্ষে সামনের প্রীতি ম্যাচ ও লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ইংল্যান্ড দলে বেলিংহ্যামকে রাখেননি টুখেল। গত মাসে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে জয়ের স্কোয়াডই তিনি ধরে রেখেছেন। দলে জায়গা পাননি তাই ফিল ফোডেন ও জ্যাক গ্রিলিশও। দীর্ঘদিনের কাঁধের সমস্যা থেকে মুক্তি পেতে মৌসুম শুরুর আগে অস্ত্রোপচার করান বেলিংহ্যাম। মৌসুমের শুরুতে তাই অনেকটা দিন তিনি ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি সুস্থ হয়ে তিনি রেয়াল মাদ্রিদের হয়ে ফিরেছেন মাঠে। তবে টুখেলের...