শাড়ি যেন শুধু পোশাক নয়, বাংলার সংস্কৃতি ও শিকড়ের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিকেই নতুনভাবে ধারণ করেছেন তরুণ অভিনয়শিল্পী সাদিয়া আয়মান। সাধারণ অথচ অনন্য সাজে তিনি যেন মেলে ধরেছেন বাঙালি নারীর স্বাভাবিক সৌন্দর্য। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে লাল-সাদা জামদানি শাড়ি, ঐতিহ্যবাহী অলংকার, খোঁপায় গাঁথা সাদা ফুল আর কপালে লাল টিপ-এই সাজে সাদিয়া আয়মানকে মনে হয় যেন শাড়ির জীবন্ত রূপকথা। তার হাসি আর সহজ-সরল ভঙ্গি মিলিয়ে এক চিরচেনা অথচ নতুনত্বে ভরা আবহ তৈরি করে। শিল্প-সংস্কৃতির এই সময়েও যখন ফ্যাশন দৌড়ে পশ্চিমা ধাঁচ প্রাধান্য পাচ্ছে, তখন সাদিয়ার এই সাজ যেন স্মরণ করিয়ে দেয়, আমাদের নিজস্ব ঐতিহ্যই আসল সৌন্দর্যের ভাষা। তার হাতে সোনালী গয়না, গলায় রাজকীয় নকশার নেকলেস-সব মিলিয়ে নারীত্বের আভিজাত্য ফুটে উঠেছে নিখুঁতভাবে। সাদিয়া আয়মানের এই রূপ কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ নয়, বরং এক...