বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি কয়েকটি ভিডিও গুগল এবং ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছে। রয়টার্স বলছে, এআই ব্যবহার করে তাদেরকে নিয়ে বানানো ভুয়া ও আপত্তিকর ভিডিও সরাতে গুগল ও ইউটিউবের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা ঠুঁকেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। তাদের মামলার খরর প্রকাশের পর এইআই দিয়ে তৈরি ওইসব ভিডিও সরানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই তারকা দম্পতির দাবি, এসব ভিডিও ভুয়া, অশালীন এবং তাদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত ইমেজের ওপর আঘাত হেনেছে। তাদের করা মামলার নথিতে শত শত স্ক্রিনশট ও ভিডিও লিংক সংযুক্ত করা হয়েছে। প্রায় চার কোটি রুপি ক্ষতিপূরণ দাবিও করেছেন ঐশ্বরিয়া ও অভিষেক। পাশাপাশি ভবিষ্যতে এমন ভিডিও আর তৈরি বা শেয়ার না করা হয় সেই আবেদনও করেছিলেন মামলাতে। ওই...