ভারতের টেনিস তারকা সানিয়া মীর্জার সঙ্গে দীর্ঘ সংসারের ইতি টেনে , অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এবার সেই সংসারেও ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা গেছে, সানা জাভেদ এবং শোয়েব মালিক নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে এই গুঞ্জনের সূত্রপাত। সেই ভিডিওতে দেখা যায়, শোয়েব মালিক ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন, আর তার স্ত্রী সানা মুখ ফিরিয়ে নীরবে দাঁড়িয়ে আছেন। স্বামী-স্ত্রীর একে অন্যকে এড়িয়ে চলার দৃশ্য দ্রুতই ভক্তদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। যদিও এ বিষয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি। ২০২৪ সালের জানুয়ারিতে হঠাৎ করেই মালিক-সানা জাভেদের বিয়ের ঘোষণা আসে, যা পাকিস্তান ও ভারতে সাড়া ফেলেছিল। এর কিছুদিন আগেই শোয়েব-সানিয়ার ১৪ বছরের সংসার ভাঙনের খবর নিশ্চিত করেছিল সানিয়ার...