ঘরে বসেই লাখ টাকা আয় সম্ভব—শখকে ক্যারিয়ারে পরিণত করার তিনটি চমৎকার উপায় ১. ফটোগ্রাফি থেকে আয়:ছবি তোলা শুধু শখ নয়, ঘরে বসেই আয় করার মাধ্যমও হতে পারে। স্টক ফটোগ্রাফি, ফ্রিল্যান্স ফটোগ্রাফি, বিয়ে-জন্মদিন-করপোরেট অনুষ্ঠানের ছবি তুলে আয় করা সম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যম ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ক্লায়েন্টদের সঙ্গে যুক্ত হয়ে আরও আয় বাড়ানো যায়। ২. সৃজনশীল লেখা:ফ্রিল্যান্স রাইটিং, ব্লগিং, অনুবাদ বা প্রেস রিলিজ লেখা—এই সব মাধ্যমে ঘরে বসেই অর্থ উপার্জন সম্ভব। ব্লগিংয়ে বিজ্ঞাপন, অংশীদারিত্ব ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ৫ থেকে ১০০ ডলার পর্যন্ত আয়ের সুযোগ আছে। ৩. গানের মাধ্যমে আয়:অনলাইন টিউটোরিয়াল, ফ্রিল্যান্স কম্পোজিশন, স্ট্রিমিং সার্ভিস...