মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘এমনিভাবে আমি তোমাদের এক মধ্যপন্থি জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি’ (সুরা বাকারা-১৪৩)। মহানবী (সা.) ঘোষণা করেন, ‘আমাকে সরল পন্থা অবলম্বনের জন্য প্রেরণ করা হয়েছে, চরম পন্থা অবলম্বনের জন্য নয়।’ তিনি আরও বলেন, ‘সহজসরল পন্থা অবলম্বন কর, কঠোরতা প্রদর্শন কর না। ’ ইসলাম ধর্ম অবশ্যই সহজসরল। সীমালঙ্ঘনকারী ছাড়া কেউ তা কঠিন করবে না। মহানবী (সা.)কে যে কোনো দুটি বিষয়ে অধিকার প্রদান করা হলে তিনি সহজটিই গ্রহণ করতেন। তিনি বলেন, ‘সুসংবাদ দাও, ঘৃণা ছড়িও না’ (সহিহ বুখারির কয়েকটি বর্ণনা) মহান আল্লাহ নির্দেশ করেন, ‘তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না’ (সুরা নিসা-১৭১)। রসুলুল্লাহ (সা.) বলেন, ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি থেকে সাবধান। পূর্ববর্তীরা এতে বাড়াবাড়ির ফলেই ধ্বংসপ্রাপ্ত হয়েছেন (ইবনে মাযাহ)। শান্তি ও মানবতার ধর্ম ইসলাম। চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস, দুর্নীতির স্থান...