বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে চলছে জমজমাট নাটক। বিশ্বের আর কোনো বোর্ড নির্বাচনে এত ঘটনার ঘনঘটা দেখা যায় না। তামিম ইকবালদের পর এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। যদিও তিনি সরে দাঁড়ানোর কয়েকঘণ্টা আগে ভোটের লড়াই নিয়ে ব্যাপক আশাবাদ প্রকাশ করেছিলেন। বাদল তার বিবৃতিতে লিখেছেন, ‘আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে আমি কারও দিকে আঙুল তুলছি না। তবে ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে জানাবো, কী কারণে এমন সিদ্ধান্ত নিতে হলো। কাদা ছোড়াছুড়ির পথে যেতে চাই না। যারা নির্বাচিত হয়ে পরিচালক হবেন, তাদের প্রতি শুভকামনা। তবে আমার দৃঢ় বিশ্বাস, একাধিক প্যানেল থাকলে এই নির্বাচন হতো সত্যিকার অর্থেই ঐতিহাসিক। যাঁরা পুরো সময় আমার পাশে...