আজ ৪ অক্টোবর ঊনষাট বসন্ত স্পর্শ করলেন দেশের তুমুল দর্শকপ্রিয় অভিনেতা জাহিদা হাসান। ১৯৬৭ সালের আজকের দিনে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এই আলোকিত তারকা। তবে প্রতিবারের মতো এবারও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা নেই বলে জানান। বললেন, মনের অবস্থা বেশি ভালো নেই তার। বিশ্বের বিভিন্ন স্থানে বিরাজমান অস্থিরতা প্রসঙ্গে। অনেক দেশের মানুষ অশান্তিতে আছে। এসবের প্রভাব তার মনের ওপর পড়েছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় হামলার শিকার মানুষের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘এই বয়সে এসে জন্মদিনের সময় একটা কথাই মনে হয়, সবাই যেন একসঙ্গে ভালো থাকি। কিন্তু চারদিকে চেয়ে দেখি পৃথিবীজুড়ে অশান্তি।’ এবারের জন্মদিনে প্রত্যাশা কী? জাহিদ হাসানের জববা, ‘আমি চাই দেশের সবাই মিলে ভালো থাকতে। যেন আমি ভালো...