বড়দের কাছে শুনেছি একসময় বাংলাদেশে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়ি নামে একটি অনুষ্ঠান পরিচালিত হত। আর অনুষ্ঠানটি প্রচার করা হত বাংলাদেশ টেলিভিশনে। অনেক বছর পর ২০২৫ সালে আবারো নতুন কুঁড়ি শুরু হতে যাচ্ছে। আমিও এই প্রতিযোগিতার আঞ্চলিক বাছাইয়ে অংশ নিয়েছিলাম। অভিনয় বিভাগের আবৃত্তি বিষয়ে অংশ নিয়ে আমি বাছাইয়ে উত্তীর্ণ হয়েছি। এখন সামনে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। বাছাইয়ের দিন ছিল ২৯ সেপ্টেম্বর। স্থান ছিল রংপুর শিল্পকলা একাডেমি। আমরা সকাল ৯টার মধ্যেই সেখানে পৌঁছে যাই। ফুলবাড়ি শিল্পকলা একাডেমি থেকে আমরা ৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলাম। আমাদের আবৃত্তি শিক্ষক হাবিবুর রহমান হাবিব স্যার এবং আমার মা-বাবাও সঙ্গে ছিলেন। আবৃত্তি পরিবেশনের জন্য আমার ডাক আসে দুপুর ১টার দিকে। এর আগে সকাল থেকে অনেক প্রতিযোগীকে অডিশন রুমে আবৃত্তি পরিবেশন করে বের হয়ে আসতে দেখেছি। কেউ ‘ইয়েস...