ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। এক এক করে ১৯তম সিজনে এসে ঠেকেছে শো-টি। বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় এই শো সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু ঝগড়া, রাজনীতি আর টাস্কই নয়, দর্শকদের কৌতূহলের বড় অংশ জুড়ে থাকে—প্রতিযোগিরা আসলে কত পারিশ্রমিক পান? যদিও প্রযোজক সংস্থা বা সম্প্রচারকারী চ্যানেল কখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে না। তবুও বিভিন্ন সংবাদমাধ্যম ও বিনোদন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন থেকে আভাস মেলে প্রতিযোগিদের আয়ের অঙ্ক সম্পর্কে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, এবারের মৌসুমে অংশ নেওয়া ১৭ প্রতিযোগির মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন জনপ্রিয় টিভি অভিনেতা গৌরব খান্না। তার সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ১৭.৫ লাখ রুপি। যা দৈনিক হিসাবে দাঁড়ায় প্রায় আড়াই লাখ রুপি। তার পরেই রয়েছেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিক। জানা গেছে, তিনি সপ্তাহে...